আবারও স্বাভাবিক হয়েছে মেসেঞ্জার-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ

প্রকাশ : 2021-03-20 12:27:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আবারও স্বাভাবিক হয়েছে মেসেঞ্জার-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ ফেসবুকের অন্য কয়েকটি সেবা বিভ্রাটের পর আবারও সেগুলো স্বাভাবিক হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ।

দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৯ মার্চ) ফেসবুকের বেশ কয়েকটি সেবায় বিভ্রাট দেখা দেয়। এখন অবশ্য সেই সমস্যার সমাধান করা হয়েছে। তবে সমস্যাটি কতক্ষণ স্থায়ী ছিল তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এ প্রসঙ্গে ফেসবুক জানায়, শুক্রবার সকালে কারিগরি কারণে অনেকেই ফেসবুকের বিভিন্ন সেবায় প্রবেশ করতে পারেননি। আমরা সমস্যাটির সমাধান করেছি। এই সমস্যার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

অপরদিকে টুইটারে এক পোস্টের মাধ্যমের নিজেদের সমস্যার সমাধানের কথা জানিয়েছে ইনস্টাগ্রাম। ফেসবুক গেমিং সার্ভিসও তাদের সেবা স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছে।

ফেসবুকের এই সেবাগুলোতে বিভ্রাটের সময় এক লাখেরও বেশি মানুষ ইনস্টাগ্রামের বিভ্রাটের কথা জানিয়েছেন। ২৪ হাজারেরও বেশি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে সমস্যার কথা জানান এবং মেসেঞ্জারে প্রবেশ করা যাচ্ছে না এমন অভিযোগ করেন ৫ হাজারেরও বেশি ব্যবহারকারী।