আবারও শ্রম ভবনের সামনে টিএনজেড গ্রুপের শ্রমিকদের অবস্থান

প্রকাশ : 2025-05-18 15:56:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আবারও  শ্রম ভবনের সামনে টিএনজেড গ্রুপের শ্রমিকদের অবস্থান

 

বেতন-বোনাসসহ যাবতীয় বকেয়া পরিশোধের দাবিতে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে আবারও অবস্থান নিয়েছেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা।

রবিবার (১৮ মে) বিকাল ৩টায় শ্রম ভবনের আশপাশের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন তারা। ওই শ্রমিকরা গাজীপুরে অবস্থিত টিএনজেড গ্রুপের আটটি পোশাক কারখানায় কর্মরত রয়েছেন।

শ্রমিক নেতা শহিদুল ইসলাম জানান, রোজার ঈদের আগে আন্দোলনের সময় বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেয় মালিকপক্ষ। তারা সেই প্রতিশ্রুতি পূরণ না করায় আবারও রাজপথে নেমেছেন শ্রমিকরা।

কিছুক্ষণ পর বিক্ষোভ মিছিল করবেন জানিয়ে তিনি বলেন, আজকের বিক্ষোভ মিছিল হবে চূড়ান্ত আন্দোলন। এতে কোনও বাধা দিলে কঠোর কর্মসূচি আসবে। আজকের এই কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, রোজার ঈদের আগে টানা সাত দিন শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা। পরে মালিকপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিত করেন।

কা/আ