আবারও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তালিকায় ইলন মাস্ক

প্রকাশ : 2023-02-28 13:02:25১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আবারও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তালিকায়  ইলন মাস্ক

সবাইকে ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তালিকায় ফিরে এসেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, দুই মাসের বেশি সময় পর শীর্ষস্থানে ফিরে পেলেন স্পেসএক্সের মালিক।

ব্লুমবার্গের ধনকুবেরের তালিকায় গত বছরের ডিসেম্বরে মাস্ককে ছাড়িয়ে শীর্ষে আসেন ফরাসি বিলাসবহুল লুই ভিটনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নার্ড আর্নল্ট। তিনি দুই মাসের বেশি সময় শীর্ষস্থান ধরে রাখেন। তবে বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার শেয়ারবাজেরের সূচক বৃদ্ধি পাওয়ায় ফের শীর্ষস্থানে এসেছেন মাস্ক।

সোমবার পর্যন্ত মাস্কের মোট সম্পদ ছিল প্রায় ১৮৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বার্নার্ড আর্নল্টের ১৮৫ দশমিক ৩ বিলিয়নের সম্পদকে ছাড়িয়ে গেছে।


ব্লুমবার্গের প্রতিবেদনে জানা গেছে, চলতি বছর টেসলার স্টকমূল্য বেড়েছে ৭০ শতাংশ। যদিও মাস্কের মোট সম্পদ গত বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ২০০ বিলিয়ন ডলারেরও বেশি হারিয়েছে। এ বিষয়টি সাম্প্রতিক ইতিহাসে সম্পদের সবচেয়ে বড় ক্ষতি হিসেবে বিবেচিত হয়েছে।

গত বছরের শেষ নাগাদ টুইটারের মালিকানা নিয়ে নেন ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে। দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক কর্মীকে চাকুরিচ্যুত করে ব্যাপক সমালোচনার জন্ম দেন তিনি।