আবহাওয়া শুষ্ক থাকতে পারে

প্রকাশ : 2022-11-01 15:18:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আবহাওয়া শুষ্ক থাকতে পারে

দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে।
আগামী ৭২ ঘন্টায় রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বাড়তি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, কুমিল্লায় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় মঙ্গলবার সূর্যাস্ত সন্ধ্যা  ৫ টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬ টা ৫ মিনিটে।