আবহাওয়ার পূর্বাভাস : ১৬ মার্চ ২০২৩

প্রকাশ : 2023-03-16 11:39:11১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আবহাওয়ার পূর্বাভাস : ১৬ মার্চ ২০২৩

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্রগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরা হলো। এই প্রতিবেদনটি আজ বৃহস্পতিবার(১৬ মার্চ) সকাল ৯টা থেকে আগামীকাল (১৭ মার্চ) সকাল ৯টা পর্যন্ত প্রযোজ্য।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজকের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু’এক অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

তাপমাত্রার বিষয়ে বলা হয়,  সারাদেশে দিনের তাপমাত্র সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৮৪%
আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ০৮ মিনিটে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৬টা ০৬ মিনিটে।

আগামী তিন দিন (৭২ ঘণ্টা) আবহাওয়ার অবস্থা: সামান্য পরিবর্তন হতে পারে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল বৃষ্টির পরিমাণ ছিল: ঢাকায় ২ মিমি, টাঙ্গাইলে ১ মিলি, মাদারীপুরে ৩ মিলি, তেঁতুলিয়া ৩ মিলি, রাজারহাট ৫ মিলি, ময়মনসিংহ ৫ মিলি, নেত্রকোনা, ৪ মিলি এবং সিলেটে ৭ মিলিমিটার।