আফ্রিদিদের হারিয়ে ফাইনালে রিজওয়ানের দল 

প্রকাশ : 2022-02-24 11:31:58১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আফ্রিদিদের হারিয়ে ফাইনালে রিজওয়ানের দল 

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে মুলতান সুলতানস।বুধবার টস হেরে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৬৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছিল মোহাম্মদ রিজওয়ানের দল। 

জবাবে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রানে থামে শাহিন আফ্রিদির দল লাহোরের ইনিংস। ফলে ২৮ রানে জয় পেয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করল মুলতান।সেমিফাইনালে ব্যাটিংয়ে শুরুটা অবশ্য ভালো হয়নি মুলতানের। শুরুতেই ওপেনার শান মাসুদকে ২ রানে হারায়। 

তবে ২২ বলে ৩৩ রানের দারুণ ইনিংস খেলে সেই ধাক্কা সামলে নেন আমির আজমাত। তার আউটের পর দলের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান আর রাইলি রুশো। রিজওয়ানকে হাতখুলে খেলতে না দেখা গেলেও ঝড় তুলেন রুশো।

৪২ বলে ৭ বাউন্ডারি আর ১ ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন প্রোটিয়া ব্যাটার। ৫১ বলে ৩ বাউন্ডারিতে ৫৩ রানের হার না মানা ইনিংস খেলেন রিজওয়ান।এ দুই অপরাজিত বাটার দল ১৬৩ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন।

১৬৪ রানের জবাবে ব্যাট হাতে নেমে দুর্দান্ত শুরু করেন ফখর জামান। কিন্তু লাহোরের বাকি ব্যাটাররা তার মতো ব্যাট চালাতে পারেননি। মুলতানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৮ রানে ৩ উইকেট হারায় লাহোর। 

ফখর শুধু অপরপ্রান্তের ব্যাটারদের আসা-যাওয়াই দেখছিলেন। ১৫ ওভার পর্যন্ত এক প্রান্ত ধরে রেখে ৪৫ বলে ৬৩ রান করেন ফখর। দ্বিতীয় সবোর্চ্চ রান আনে কামরান গুলামের ব্যাট থেকে, ১৭ বলে ২০। বাকিদের কেউ বলার মতো রান করতে পারেননি। ফলে ৯ উইকেটে ১৩৫ রানে থামে লাহোরের ইনিংস।

৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন শাহনেওয়াজ দাহানির। ২ উইকেট শিকার করেন ডেভিড উইলির।