আফগানের বিপক্ষে পাত্তাই পেল না নামিবিয়া
প্রকাশ : 2021-10-31 20:40:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেই ইতিহাস গড়েছিল নামিবিয়া। এরপর প্রথম পর্ব পার করে সুপার টুয়েলভে উঠে সে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যুক্ত করেছিল আফ্রিকার দলটি।
এমনকি মূল পর্বেও তারা নিজেদের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডকে হারিয়ে শুভসূচনাও করেছিল। তাদের সেই স্বপ্নযাত্রা অবশেষে থামালো আফগানিস্তান।
সুপার টুয়েলভের গ্রুপ দুই-এর ম্যাচে রোববার আবুধাবিতে নামিবিয়ানদের ৬২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানরা। তবে এই ম্যাচটা আফগানিস্তানের কাছে বিশেষ ছিল অন্য কারণে। দেশের সবচেয়ে সফলতম অধিনায়ক আসগর আফগানের যে এটাই বিদায়ী আন্তর্জাতিক ম্যাচ। শেষ পর্যন্ত আসগরকে অবশ্য জয় দিয়েই 'বিদায়' দিলেন নবী-রশিদরা।
শুরুতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করেছিল আফগানিস্তানে। জবাবে ৯ উইকেট হারিয়ে ৯৮ রান তুলতে পারে নামিবিয়া। এই নিয়ে ৩ ম্যাচে ২ জয় পাওয়া আফগানদের সেমিফাইনালের স্বপ্নও টিকে রইলো।
লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আফগান বোলারদের সামলাতে হিমশিম খেয়েছেন নামিবিয়ার ব্যাটাররা। দলীয় ২ রানে ওপেনার ক্রেইগ উইলিয়ামস (১) বিদায় নেওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। নাভিন-উল-হক, রশিদ খান ও হামিদ হাসানদের তোপে ৫৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে নামিবিয়া। এরপর দলীয় ৮০ রান তুলতেই বিদায় নেন আরও ৩ ব্যাটার।
নামিবিয়ার ব্যাটারদের মধ্যে একমাত্র ডেভিড ভিসেই যা একটু রানের দেখা পান। নামিবিয়ানদের বিশ্বকাপে ও সুপার টুয়েলভ পর্বে তোলার নায়ক এই সাবেক প্রোটিয়া অলরাউন্ডার আজ বিদায় নিয়েছেন ৩০ বলে ২৬ রান করে। এরপর শেষদিকে ট্রাম্পেলমান ১২ রানে অপরাজিত থাকলেও দলের সংগ্রহ ১০০ ছুঁতে পারেনি।
বল হাতে হামিদ হাসান ৪ ওভারে মাত্র ৯ রান খরচে নেন ৩ উইকেট। সমান উইকেট পেলেও কিছুটা খরুচে ছিলেন পেসার নাভিন। এছাড়া গুলবদিন নায়িব ২টি এবং রশিদ খান ১টি উইকেট ঝুলিতে পুরেছেন।
এর আগে টস জিতে ব্যাটিং বেছে নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। এটি আসগর আফগানের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়ের (৪২) রেকর্ড গড়া আসগর ম্যাচের আগে আচমকা অবসরের ঘোষণা দেন। বিদায়ী ম্যাচের একাদশেও সুযোগ পান তিনি। তবে আনফিট থাকায় ছিলেন না মুজিব- উর-রহমান। তার জায়গায় আসেন হামিদ হাসান। অন্যদিকে নামিবিয়া মাঠে নামে অপরিবর্তিত একাদশ নিয়েই।
শুরুতে ব্যাট করতে নেমে জাজাই ও শাহজাদের আগ্রাসী ব্যাটিংয়ে ৬ ওভারেই ৫০ রান তুলে ফেলে আফগানরা। অবশ্য পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারেই বিদায় নেন ২৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৩ রানের ইনিংস খেলা জাজাই। এরপর তিনে নামা রহমতুল্লাহ গুরবাজ (৪) দ্রুত বিদায় নেন।
৬৮ রানে ২ উইকেট হারানো আফগানিস্তানের ইনিংস টানছিলেন শাহজাদ। দুর্দান্ত সব চার-ছক্কা হাঁকিয়ে দলকে নব্বইয়ের ঘরের পৌঁছে দেওয়ার ঠিক আগ মুহূর্তে বিদায় নেন তিনি। তবে এর আগে এই উইকেটরক্ষক-ব্যাটারের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৫ রানের দারুণ এক ইনিংস।
টপ অর্ডারের তিন ব্যাটার বিদায় নিলেও আফগানদের রানের চাকা সচল রাখেন আসগর। তাকে একপাশে রেখে বিদায় নেন মিডল অর্ডার ব্যাটার নজিবুল্লাহ জাদরান (৭)। তবে বিদায়ী ম্যাচে ঠিকই গুরুত্বপূর্ণ অবদান রাখেন আসগর। এই ডানহাতি ব্যাটার ২৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রান করেন। অধিনায়ক নবী মাত্র ১৭ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন।
বল হাতে নামিবিয়ার জ্যান নিকোল লফটি-ইটন নেন ২ উইকেট। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন রুবেন ট্রাম্পেলমান এবং জেজে স্মিট।
ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন আফগান পেসার নাভিন-উল-হক।