‘আফগানিস্তানকে বাঁচান’, রাষ্ট্রনেতাদের কাছে রশিদ খানের আবেদন
প্রকাশ : 2021-08-11 14:38:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের সেনা সরানোর পর আফগানিস্তানে ফের ভয়াবহ অবস্থা বিরাজ করছে। তালেবান একেরপর এক এলাকা দখল করে নিচ্ছে। আফগান সেনারাও তার মোকাবিলা করার চেষ্টা করছে। এমন অবস্থার মধ্যে নিজের দেশকে ধ্বংস করা বন্ধ করার আবেদন জানিয়েছেন দেশটির জনপ্রিয় ক্রিকেটার রশিদ খান।
এক টুইট বার্তায় এমন আবেদন করলেন রশিদ খান। রাষ্ট্রনেতাদের কাছে তার আবেদন আফগানিস্তানকে যেন বিশৃঙ্খল অবস্থায় রাখা না হয়।
রশিদ লেখেন, ‘প্রিয় রাষ্ট্রনেতারা, আমার দেশ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। শিশু এবং মহিলাসহ হাজার হাজার নির্দোষ মানুষ মারা যাচ্ছেন। বাড়ি ধ্বংস হচ্ছে। হাজার হাজার পরিবারের ক্ষতি হচ্ছে। এমন অবস্থায় আমাদের ছেড়ে যাবেন না। আফগানদের হত্যা করা বন্ধ হোক, আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ হোক। আমরা শান্তি চাই।’
আফগানিস্তানে গত এক মাসে হাজারের বেশি মানুষ খুন হয়েছেন। প্রতিদিন অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। দেশটি থেকে মার্কিন সেনারা চলে যাওয়ার পর থেকেই দখল বাড়িয়েছে তালেবান। আফগানিস্তানের অর্ধেকের বেশি অংশ চলে গিয়েছে তালেবানের দখলে।