আদমদীঘি শহর পরিষ্কার-পরিচ্ছন্ন ও কর্মসূচি
প্রকাশ : 2025-07-30 19:35:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন দেশ সাজাই। বুধবার (৩০ জুলাই) বেলা ১২টায় সান্তাহার ২০ শয্যা হাসপাতাল এলাকায় এই কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সান্তাহার পৌর প্রশাসক নিশাত আনজুম অনন্যা। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সুলতান মাহমুদ, পৌর প্রকৌশলী রায়হান, দেশ সাজাই সংগঠনের প্রতিষ্ঠাতা ও সান্তাহার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ একেএম আসাদুল হক, মহিলা কলেজের অধ্যক্ষ শাহানাজ পারভীন, শখের পল্লীর স্বত্বাধীকারি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, অবসরপ্রাপ্ত প্রফেসর জাহাঙ্গীর আলম, সহকারি অধ্যাপক শওকত আলী, গণমাধ্যম কর্মী হেদায়েতুল ইসলাম উজ্জ্বল, পবিত্র কুমার, তানভির গালিব, তুহিন ইসলাম, শিবনাথ চন্দ্র পাল প্রমূখ। রাখবো পরিস্কার, আমার চারিধার এই স্লোগানকে সামনে রেখে শুরু করা এই কর্মসূচি চলমান রাখবেন বলে জানান দেশ সাজাই সংগঠনের নেতৃবৃন্দরা।