আদমদীঘি রেনেসাঁ ক্লাবের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রকাশ : 2022-04-16 18:04:15১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের রেনেসাঁ ক্লাবের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী পালন কল্পে গত ১৫মার্চ সকালে উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় বর্নাঢ্য র্যালী প্রদক্ষিন করা হয়। বিকেলে খেলা ও রাত ১০টায় ক্লাবের সভাপতি মিহির কুমার সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জিল্লুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল্লাহ-আল-হামিম বাবু, ক্লাবের সাধারন সম্পাদক অতুল কুমার সরকার। পরে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘সাধের বটতলা’ নাটক অনুষ্ঠিত হয়।