আদমদীঘি বেণীমাধব আশ্রমে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা

প্রকাশ : 2026-01-03 17:53:10১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘি বেণীমাধব আশ্রমে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা

বিএনপির চেয়ারপরর্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের উপর আলোচনা সভা ও তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়েছে। গত শুক্রবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বেণীমাধব আশ্রমে পৌর পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে এই প্রার্থনার আয়োজন করা হয়। সান্তাহার পৌর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক রাকেশ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী আব্দুল মহিত তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক ও সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সৌরভ কুমার কর্মকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহারুল ইসলাম পিন্টু, জেলা মহিলা দলের সহ-সম্পাদক এইচ এম মুক্তা, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব দেবাশীষ গুপ্ত, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য হারান, আশুতোষ, সহনলাল সাহা, ডাক্তার বিপুল সরকার, রতন মুখার্জি, সুশীল ঘোষ, দিনেষ, সুমন, রনিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।