আদমদীঘি কেন্দ্রীয় মহা শ্বাশানের কমিটি গঠন

প্রকাশ : 2021-11-15 18:31:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘি কেন্দ্রীয় মহা শ্বাশানের কমিটি গঠন

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের কেন্দ্রীয় মহাশ্বাশানের বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার রাত ৮টায় এলাকার হিন্দু সম্প্রদায়ের সর্বসাধারনের নিয়ে উপজেলা সদরের পুরাতন রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে শংকর চৌধুরীর সভাপতিতে এক লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন মোহন্ত সরকার,ভুষন সরকার,দুলাল কুন্ডু,বিকাশ সরকার,শ্যামল সরকার,আনন্দ কুন্ডু,অলম মৈত্র ব্যাটেল,নিশি শীল,উত্তম কুন্ড,মিহির সরকার,কানাই প্রামানিক,বলাই কুন্ডু,আনন্দ পাল,সুভায় সরকার,শামল দাস,বিদ্যুৎ মন্ডল,জগাই কুন্ড প্রমূখ। সভায় পূর্বে কমিটি বিলপ্তি করে দুই বছর মেয়াদী আদমদীঘি উপজেলা সদরের কেন্দ্রীয় মহাশ্বাশানের নতুন  কমিটিতে পুরনায় অলক মৈত্র ব্যাটেলকে সভাপতি,মিহির কুমার সরকারকে সাধারন সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট নতুন গঠন করা হয়।