আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড টিকার সমন্বয় সভা

প্রকাশ : 2025-09-15 18:54:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড টিকার সমন্বয় সভা

বগুড়ার আদমদীঘি উপজেলায় টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের সমš^য় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফজলে রাব্বীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন জাহান বিউটি, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল হালিম, থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, সান্তাহার বিপি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা খানম, উপজেলা এনজিও সমš^য় ফোরামের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জ্বল প্রমূখ। সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের সীদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১২ অক্টোবর থেকে এই কার্যক্রম শুরু হবে। এর আওতায় ৯ মাসের শিশু থেকে ১৫ বছর বয়সী কৈশোরদের মধ্যে প্রায় ৪০ হাজার জনকে টিকা দেওয়া হবে। এর মধ্যে ৩৭ হাজারই স্কুলের শিক্ষার্থী। সভায় বক্তারা গুজবে কান না দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করেন।