আদমদীঘি উপজেলা আ’লীগের বর্ধিত সভা
প্রকাশ : 2024-08-04 12:03:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় সান্তাহার দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কুদরত-ই-এলাহী কাজলের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন ৩৮ বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য খান মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, আব্দুল হক আবু, এরশাদুল হক টুলু, হুমায়ন কবির বাদশা, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, মোশারফ হোসেন, সুমিনুল ইসলাম, , প্রচার সম্পাদক জি.আর.এম শাহজাহান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান পিন্টু, আ’লীগ নেতা প্রদীপ ভৌমিক, আবু বক্কর সিদ্দিক, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক, মোতাহার হোসেন বিশ্বাস, সান্তাহার পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জাহিদুল বারী, যুবলীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, ¯ে^চ্ছাসেবক লীগ সম্পাদক মশিউর রহমান সজল, ছাত্র লীগ নেতা সাকিব আল হাসান প্রমূখ। সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ পালনের লক্ষে সিদ্ধান্ত গ্রহণ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও ক্যাপ্টেন শহীদ বীরমুক্তিযোদ্ধা শেখ কামালের জন্ম বার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।