আদমদীঘির সেই চোরাই সার নিলামে বিক্রি

প্রকাশ : 2022-03-21 18:57:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘির সেই চোরাই সার নিলামে বিক্রি

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের অভিযানে উদ্ধার করা সেই চার শতাধিক চোরাই সার নিলামে বিক্রি করা হয়েছে। আদালতের নির্দেশে সোমবার দুপুরে আদমদীঘি থানা ক্যাম্পাসে এই নিলাম কার্যক্রম সম্পন্ন করা হয়। নিলাম কার্যক্রমে সভাপতিত্ব করেন নিলাম সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাবনী রায়। নিলাম কার্যক্রম পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারি। জানা গেছে, চলতি মাসের প্রথম দিন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার শহর সংলগ্ন সান্দিড়া গ্রামের ব্যাপারিপাড়ায় মেসার্স জুঁই ট্রেডার্স নামে অবৈধ সার, কীটনাশক, রড, সিমেন্ট ও এলপি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীর দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার মাহবুবা হক ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা দিপ্তী রাণী রায়। 

এসময় ব্যবসার নিবন্ধন ও ইউরিয়ার, ডিএপি এবং এমওপি সার প্রাপ্তির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় ব্যবসায়ী সুমন ইসলাম। এ কারণে ভ্রাম্যমান আদালত ১০হাজার টাকা আর্থিক দন্ড নির্ধারণ ও আদায় করেন। কিন্তু চার শতাধিক অবৈধ সার জব্দ করেনি। এনিয়ে গণবিক্ষোভ দেখা দিলে পর দিন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায় অফিসার অভিযান পরিচালনা করেন। এসময় ওই ব্যবসায়ী কর্তৃক পাচার করে দেওয়া তিন শতাধিক বস্তা সার উদ্ধার করেন। এঘটনায় মামলা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারি।