আদমদীঘির সিনিয়র আইনজীবি আবু আসাদ আর নেই

প্রকাশ : 2022-07-18 19:34:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘির সিনিয়র আইনজীবি আবু আসাদ আর নেই

বগুড়া এ্যাডভোকেট বার সমিতির সদস্য, মানবাধিকারকর্মী, সিনিয়র আইনজীবি ও আদমদীঘি উপজেলা সান্তাহার কলসা রথবাড়ীর বাসিন্দা এ্যাডঃ আবু আসাদ (৬৩) আর নেই (ইন্না লিল্লাহি....রাজিউন)। গত রবিবার রাত ১০টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে যান। সোমবার সকাল সাড়ে ১০টায় বগুড়া আদালত চত্বরে জানাযা এবং বাদ যোহর আদমদীঘি সান্তাহার বি,পি স্কুল মাঠে দ্বীতিয় জানাযা শেষে সান্তাহার খাড়ির ব্রীজ সরকারি গোড়স্থানে দাফন করা হয়।