আদমদীঘির সান্তাহার স্টেশন মাস্টারসহ ছয় কর্মচারীর বিদায়ী সম্বর্ধনা

প্রকাশ : 2022-10-31 14:17:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘির সান্তাহার স্টেশন মাস্টারসহ ছয় কর্মচারীর বিদায়ী সম্বর্ধনা

 বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন মাস্টারসহ ছয়জন কর্মচারীর বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় সান্তাহার জংশন রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে রেলওয়ে স্টেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এক বিদায়ী সম্বর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

সান্তাহারের পরিদর্শক (পরিবহন+বাণিজ্যিক) হাবিবুর রহমানের সভাপতিত্বে ও গুডস সহকারি কামাল পাশার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে পাকশীর সহকারি বাণিজ্যিক কর্মকর্তা (উত্তর) একেএম নূরুল আলম, বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের সহকারি পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলাম, এটিও (পাকশী) হারুনুর রশিদ। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, সাংবাদিক খায়রুল ইসলাম, বিদায়ী স্টেশন মাস্টার রেজাউল করিম (ডালিম), রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুক্তার হোসেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নুর এ নবী, আফজাল হোসেন প্রমুখ। 

বিদায়ী অনুষ্ঠানে সান্তাহার স্টেশনের গ্রেড-১ স্টেশন মাস্টার রেজাউল করিম (ডালিম) সহ সান্তাহার স্টেশনের ছয় জন কর্মচারীকে অবসরজনিত কারনে বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়। এ সময় বিদায়ী সহকর্মীদের সঙ্গে কাটানো দীর্ঘ সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগে আল্পুত হয়ে পড়েন। অবশেষে সহকর্মীদের চোখের জল আর পরবর্তী জীবনে দীর্ঘায়ু ও সুস্থ্যতার বার্তা নিয়ে বিদায় গ্রহণ করেন স্টেশনের সাতজন কর্মকর্তা-কর্মচারীগন। আলোচনা শেষে বিদায়ী সাত কর্মচারীদের ফুলের তোড়া, ক্রেস ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।