আদমদীঘির সাংবাদিক সামছুল আলম আর নেই

প্রকাশ : 2024-03-12 11:28:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘির সাংবাদিক সামছুল আলম আর নেই

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালশন গ্রামের সাংবাদিক সামছুল আলম (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি ও তালশন গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। তিনি দীর্ঘদিন ফুসফুসে রোগজনিত রোগে ভুগছিলেন। গত সোমবার (১১ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৭টায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান। 

তার মৃত্যুতে আদমদীঘি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আদমদীঘি উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও শিশু নিকেতন স্কুলের শিক্ষকবৃন্দরা সহ অনেকে। আজ মঙ্গলবার (১২ মার্চ) তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

 

সান