আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা সুবিদ আলী আর নেই
প্রকাশ : 2023-07-19 11:47:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সুবিদ আলী সরদার (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি----রাজেউন)। মঙ্গলবার বেলা ১ টার সময় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় কায়েতপাড়া গ্রামে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারবারিক গোরস্থানে তাঁকে দাফন সম্পন্ন হবে।
বীর মুক্তিযোদ্ধা সুবিদ আলীর মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দীন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কুদরত-ই-এলাহী কাজল, সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আজমল হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য জিল্লুর রহমান, ইউপি সদস্য নাজিম উদ্দীন প্রমুখ।