আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ইন্তেকাল
প্রকাশ : 2022-03-08 19:43:40১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতনী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি----রাজেউন)। মঙ্গলবার ভোর ৫টার সময় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ যোহর ছাতনী-ঢেকড়া স্কুল মাঠে রাস্ট্রীয় মর্যাদা প্রদান শেষে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে পারবিারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মৃতুতে তার আত্মার মাগফিরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দীন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কুদরত-ই-এলাহী কাজল,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আবির উদ্দিন খান প্রমুখ।