আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী আর নেই
প্রকাশ : 2023-10-04 17:33:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী মন্ডল (৭৩) আর নেই। তিনি বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত মঙ্গলবার(৩অক্টোবর) দুপুর ২টা ৫০মিনিটে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহি..রাজিউন)। মরহুম বীরমুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী মন্ডল উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কাশিমালকুড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে,৩ মেয়ে নাতী-নাতনী সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান।
গতকাল বুধবার সকাল ১০টায় কাশিমালকুড়ি গ্রামে মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার,ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহ স্থানীয় মুসল্লিগন।
সান