আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা আফছার আলীর ইন্তেকাল

প্রকাশ : 2025-11-14 17:58:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা আফছার আলীর ইন্তেকাল

বগুড়া আদমদীঘি উপজেলার তালসন গ্রামের বীর মুক্তিযোদ্ধা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অবসপ্রাপ্ত সরকারি কর্মচারী ও বিশিষ্ট ফুটবলার আফছার আলী সরদার (৮০) গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি------রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে তিন মেয়ে নাতিনাতনীসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন। পরদিন শুক্রবার বেলা ১১ টায় মরহুম বীর মুক্তিযোদ্ধা আফছার আলী সরদারকে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর বাদ জুম্মা শিশু নিকেতন মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহবায়ক রশিদুল ইসলাম, বেলাল হোসেন, তহির উদ্দিনসহ মুসল্লিবিৃন্দ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, আদমদীঘি উপজেলঅ বিএনপির সভাপতি ও বগুড়া-৩ আসনে দলীয় মনোনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার, আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল হামিদ, ডেপুটি কমান্ডার হাফিজার রহমান. বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, কাবিল উদ্দিন, আব্দুস ছালাম, ইসমাইল হোসেন, আবেদ আলী।