আদমদীঘির নয়ন্তি রানী সন্তান দত্তক নিয়ে মাতৃত্বের সাদ গ্রহনে মুগ্ধ !

প্রকাশ : 2022-12-13 18:38:11১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘির নয়ন্তি রানী সন্তান দত্তক নিয়ে মাতৃত্বের সাদ গ্রহনে মুগ্ধ !

মা শব্দের অর্থ জননী। মা শব্দটির সঙ্গে যেন মিশে আছে মধুরতা,মায়া-মমতা ও ভালোবাসা। মা শব্দটি সংস্কৃত ভাষার শব্দ ‘মাতা’থেকে এসেছে। মা শব্দপি একটি অক্ষর ও আকার গঠিত হলেও এর বিশ্লেষনণ অনেক বড়। একজন নারী সংসার জীবনে মা ডাক শোনার জন্য ১০মাস ১০দিন পেটে ধারন করে কষ্ট যন্ত্রণা সহ্য করে একটি সন্তান জন্ম দেয়। ভুমিষ্ট সন্তানের মুখে মা ডাক শোনার জন্য সকল যন্ত্রণা সহ্য করে নারীরা। সন্তানের মুখ থেকে মা ডাক শোনার পর মা যেন পৃথিবীর সকল সুখ কাছে পায়। 

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা গ্রামের সুবল চন্দ্র সরকারের মেয়ে নয়ন্তি রানী(৩৬)একজন এনজিও কর্মী। সংসার জীবন ও সন্তানের আশায় এজিওতে কর্মতর থাকা কালীন নওগাঁ জেলার বিলকৃষ্টপুর গ্রামের কম্পিউটার ব্যবসায়ী সুমন সরকারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নয়ন্তি রানী ও সুমনের সরকার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর প্রায় এক যুগেও দাম্পত্য জীবনে তাদের সংসারে কোন সন্তান জন্ম হয় না। সন্তান জন্মের জন্য অনেক ডাক্তার কবিরাজের কাছে চিকিৎসা করেও ফল হয় না নয়ন্তি-সুমনের সংসার জীবনে। সন্তানের মুখে মা ডাক শোনার জন্য পাগল হয়ে উঠেন এনজিও কর্মী নয়ন্তি নারী সরকার।  বিয়ের ১২ বছর পেরিয়ে গেলেও যখন সন্তান হয় না তখন মা ডাক শোনার জন্য একটি বাচ্চা সন্তান দত্তক নেয়ার সিদ্ধান্ত নেয় এনজিও কর্মী নয়ন্তি রানী সরকার। 

নয়ন্তি রানী সরকার জানান,বিয়ের পর সন্তান নেয়ার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা করে কোন সন্তান না হওয়ায় বিভিন্ন স্থানের খোঁজাখুজি শুরু দত্তক জন্য। এরই মধ্যে গত দেড় বছর পূর্বে একটি রাজশাহীতে একটি সন্তানের খোজ পাই। ছুটে যাই রাজশাহীতে। সেখানে গিয়ে একটি গরীব অসহায় পরিবারের কাছ থেকে একটি শিশু কন্যা সন্তান দত্তক নেই। বাচ্চাটিকে দত্তক গ্রহন করে মাতৃত্বের স্নেহে নিজের সন্তানের পরিচয়ে লালন পালন করছি।  বাচ্চাটি মুখে মা ডাক শোনলে মনপ্রাণ যেন ভরে উঠে। তিনি আরো জানান প্রত্যেকটি ধর্মে মাকে সর্বোচ্চ আসনে সম্মান দেয়া হয়। আমি যেন আমার সন্তানকে মানুষের মত মানুষ করতে পারি। রক্ষা করতে পারি যেন মার্তৃত্ব। নয়ন্তি রানী সরকারের মত প্রত্যেক রানীর মধ্যে মার্তৃত্ববোধের উদয় হোক জগৎ সংসারে।