আদমদীঘির ছাতিয়াগ্রামে নব-নির্মিত শশ্মানের উদ্ধোধন

প্রকাশ : 2023-08-26 19:02:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘির ছাতিয়াগ্রামে নব-নির্মিত শশ্মানের উদ্ধোধন

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মরদেহ সৎকারের জন্য নব-নির্মিত শশ্মানের উদ্ধোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ছাতিয়ানগ্রাম হিন্দুপাড়ার পাশে খাড়ি সংলগ্ন স্থানে নব-নির্মিত শশ্মানের প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্ধোধন করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। এলক্ষে শশ্মান চত্বরে এক আলোচনা সভা স্থানীয় ইউপি সদস্য সুদেব কুমার ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বলেন,ধর্ম বর্ন নির্বিশেষে সকলের এই রাষ্ট্র। বাংলাদেশের রাষ্ট্র প্রধান বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। দেশের উন্নয়নে তিনি ধর্ম যার যার রাষ্ট্র সবার সেই মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছেন। 

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু,ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আঃলীগ সভাপতি জালাল উদ্দীন শেখ,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার,সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ডু দুলাল,ছাতিয়ানগ্রাম ইউপির সংরক্ষিত মহিলা সদস্য সবিতা বেগম,নব-নির্মিত শশ্মান কমিটির সভাপতি রমেন বাকচী,সাধারন সম্পাদক দিপেন বসাক প্রমুখ।