আদমদীঘির কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির কমিটি গঠন
প্রকাশ : 2022-03-08 19:45:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এলক্ষে আলোচনা সভা শিবেশ কুমার মৈত্র এর সভাপতিত্বে কালীবাড়ী প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ মহন্ত,রনজিৎ পাল,আমল কুমার পাল,আনন্দ কুন্ড,নীতিশ পাল,সনৎ কুন্ড,পরিতোষ কুন্ডু,উজ্জল সরকার,শ্যামল দাস,সুভাষ সরকার,সুকুমার চৌধুরী,তাপস সরকার,সনজিৎ পাল,পাপ্পু কুন্ড,সাধন মালী,আনন্দ প্রামানিক,সনয় পাল,সুকুমার মহন্ত,কুমারেশ কুন্ডু প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে শিবেশ কুমার মৈত্র(ঈদল)কে সভাপতি,দিব্যেন্দু কুন্ডু দুলালকে সাধারন সম্পাদক,জগাই কুমার কুন্ডুকে কোষাধ্যক্ষ করে দুই বছর মেয়াদী ১৫ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।