আদমদীঘিতে ৯২ পিস ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশ : 2025-10-05 19:32:15১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ৯২ পিস ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত শনিবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির মুরইল বাজার এলাকার পুটু মিয়ার ছেলে রাশেদ রানা (২৫), একই উপজেলার ডালম্বা পূর্বপাড়া গ্রামের মৃত কাশেম সরদারের ছেলে শিপন ওরফে রবিন (৩২)। 

থানা পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় ও রবিবার সকালে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান কালে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার মুরইল বাজার এলাকা থেকে মাদক বেচা কেনার সময় মাদক কারবারি রাশেদ রানাকে নেশার ৬৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ডালম্বা পূর্বপাড়া থেকে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শিপন ওরফে রবিনকে গ্রেপ্তার করা হয়। 

আদমদীঘি থানার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক আইনে মামলা রুজু করে গতকাল রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।