আদমদীঘিতে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেপ্তার

প্রকাশ : 2022-10-24 15:33:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা ৬ কেজি গাঁজাসহ আব্দুর রহিম (২০) নামের এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেপ্তার করেছে। সোমবার ভোর ৪টা ৪৫মিনিটে উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রহিম বগুড়া জেলার গাবতলী  থানার সুখানপুকুর গ্রামের ইদ্রিস প্রামানিকের ছেলে। 

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আব্দুল কাদের জিলানী বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনে গাঁজার একটি চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরের হবির মোড় নামক স্থানে এসআই রকিব হোসেন, এএসআই মনিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাসে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রহিমের বিরুদ্ধে সোমবার সকালে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।