আদমদীঘিতে ৬৫০জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের নগদ অর্থ প্রদান

প্রকাশ : 2021-07-20 19:30:38১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ৬৫০জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের নগদ অর্থ প্রদান

পবিত্র ঈদুল আযহা ও করোনাকালীন সংকটময়ে বগুড়ার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ৬৫০জন দরিদ্র অসহায়দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের নগদ অর্থ বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদমদীঘি উপজেলা পরিষদ হলরুমে প্রত্যেককে নগদ এক হাজার টাকা করে দেয়া হয়। এলক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, ইউপি চেয়ারম্যান সামছুল হক খন্দকার, জিল্লুর রহমান, আব্দুল হক আবু, এরশাদুল হক টুলু, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন প্রমূখ।