আদমদীঘিতে ৫৮ নমুনা পরীক্ষায় সনাক্ত ৮ জন

প্রকাশ : 2021-06-24 20:09:21১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ৫৮ নমুনা পরীক্ষায় সনাক্ত ৮ জন

নওগাঁ জেলায় করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়ায় নওগাঁ শহরের সীমান্ত এলাকা বগুড়ার আদমদীঘির উপজেলার সান্তাহার উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যেগে এন্টিজেন পরীক্ষা ক্যাম্প চালু করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সান্তাহার ২০ শয্যা হাসপাতালে দিন ব্যাপী এই ক্যাম্পের উদ্ভোধন করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন।

উপাজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দিন ব্যাপী এই ক্যাম্পে মাত্র ৫৮ জন মানুষ এন্টিজেন পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে আট জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার প্রায় ১৪ শতাংশ। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোমিনুল ইসলাম বলেন, এন্টিজেন পরীক্ষায় উল্লেখযোগ্য সাড়া মেলেনি। যে সকল নমুনা নেগেটিভ এসেছে সে সব নমূনা আবারো বগুড়ায় পাঠানো হয়েছে।