আদমদীঘিতে ৪৯টি মোটরসাইকেল আটক
প্রকাশ : 2025-09-22 11:37:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়ার আদমদীঘিতে বৈধ কাগজপত্র না থাকায় ৪৯টি মোটরসাইকেল আটক করা হয়েছে। গতকাল রোববার (২ সেপ্টেম্বর) বেলা ১১ থেকে দুপুর পর্যন্ত বগুড়ার ট্রাফিক পুলিশের একটি টিম আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়ে। অভিযানে বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় ৪৯টি মোটরসাইকেল আটক করে আদমদীঘি থানায় রাখা হয়েছে। আটককৃত বেশ কিছু মোটরসাইকেলের মালিকের জরিমানা ও মামলা দায়ের করা হয় বলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান।