আদমদীঘিতে ১৫টি পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর
প্রকাশ : 2022-04-26 19:57:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগান সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহারের ১৫টি ঘর পেলো গৃহহীন ও ভুমিহীন পরিবার। মঙ্গলবার সারাদেশ মাননীয় প্রশানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশ ব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়নের ঘর হস্তান্তরের উদ্ধোধন করেন।
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটরিয়াম হলরুমে উপজেলার ১৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে বাসগৃহ হস্তান্তরের লক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কশিশনার(ভুমি) মাহবুবা হক,কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,ওসি জালাল উদ্দীন,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মুন্টু,ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি,পুজা উদযাপন পরিষদের সাঃ সম্পাদক মিহির কুমার সরকার,মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমূখ। পরে ১৫টি গৃহহীন ও ভুমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর করা হয়।