আদমদীঘিতে ১২৫ টি চোরাই মেবাইলফোন উদ্ধার, গ্রেফতার-২

প্রকাশ : 2021-12-21 19:10:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ১২৫ টি চোরাই মেবাইলফোন উদ্ধার, গ্রেফতার-২

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের হান্নান মোবাইল সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে ১২৫টি চোরাই মোবাইলফোন উদ্ধার সহ আব্দুল হান্নান ও সোহেল রানা নামের দুই চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, আদমদীঘির ডহরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মিঠুর বাড়ীর আলমারীর ড্রয়ার ভেঙ্গে গত (৩ ডিসেম্বর) নগদ ৭২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ তদন্তকালে গত (২১ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে সান্তাহার হান্নান মোবাইল সার্ভিসিং সেন্টার অভিযান চালিয়ে ১২৫ টি চোরাই মোবাইলফোন উদ্ধার সহ সান্দিড়া গ্রামের আলাউদ্দীনের ছেলে মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক আব্দুল হান্নান ও নওগাঁ জেলার রানীনগরের বালুভরা গ্রামের জাহাঙ্গীরের ছেলে সোহেল রানাকে গ্রেফতার করে। থানার এসআই সোলাইমান আলী চোরাই মোবাইলফোন উদ্ধার সহ দুই চোরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।