আদমদীঘিতে ১১ মাদক মামলার আসামী রহিমা ওরফে শুটকি গ্রেফতার

প্রকাশ : 2022-08-24 19:10:16১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ১১ মাদক মামলার আসামী রহিমা ওরফে শুটকি গ্রেফতার

বগুড়ার আদমদীঘি উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও ১১ মামলার আসামী রহিমা বেগম ওরফে শুটকি (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার সান্তাহার পৌর এলাকার চা বাগান নিজ বাসা থেকে পুলিশের একটি দল রহিমাকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তার বাসা তল্লাশি করে তিন কেজি গাঁজা, ১১৪টি নেশার ইনজেকশন ও ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে । রহিমা বেগম চা বাগান মহল্লার নজরুল ইসলাম ওরফে নুজুর স্ত্রী।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, রহিমা ওরফে শুটকি এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে একাধিকবার পুলিশ ও সরকারের বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা গ্রেফতার করে। রহিমার বিরুদ্ধে আদমদীঘি থানায় মোট ১১টি মাদক মামলা রয়েছে। এ সব মামলায় জামিন নিয়ে সে পুনরায় মাদক ব্যবসা করে আসছিল। রহিমা বেগমের কারনে এলাকায় মাদকের বিস্তার ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে আদমদীঘি থানা ও সান্তাহার শহর পুলিশের একটি দল বুধবার সকালে সান্তাহার শহরের চা বাগান মহল্লায় বিশেস অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তার নিকট থেকে তিন কেজি গাঁজা, ১১৪টি নেশার ইনজেকশন ও ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার পর দুপুরে রহিমা বেগমকে বগুড়া আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।