আদমদীঘিতে ১০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ : 2022-04-29 20:57:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ১০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা সহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। গত বৃহস্পতিবার রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের বাইপাস সড়কের পাশে বশিপুর ঈদগাহ মাঠের সামনে অভিযান চালিয়ে তারেক হোসেন (২৭), আরিফ হোসেন (২১) নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা পলিথিনের ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা জেলার লাকসাম থানার নওয়াপাড়া এলাকার আবুল খায়েরের ছেলে তারেক হোসেন ও একই জেলার উপজেলার কাগঘড় হাজীপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে আরিফ হোসেন (২১)। 

বগুড়া র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বশিপুর বাইপাস রাস্তার উপর মাদক বিরোধী চেক পোষ্ট স্থাপন করা হয়। পরিচালিত চেক পোস্টে তল্লাশি করে ২জন মাদক ব্যবসায়ীকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই দুই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। গতকাল শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত ওই দুই মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।