আদমদীঘিতে হত্যা মামলায় পূর্ণ তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

প্রকাশ : 2022-05-30 18:27:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে হত্যা মামলায় পূর্ণ তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

বগুড়ার আদমদীঘি উপজেলা কুন্দগ্রাম ইউনিয়নের বশিকোড়া গ্রামের আজিম উদ্দীন হত্যা মামলার পূর্ণ তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন করেন নিহতের বিয়ান মামলার মুল আসামী উপজেলার বিনসাড়া গ্রামের ফুলবর রহমানের স্ত্রী তারা বিবি (৫০)। সোমবার সকাল ১১টায় আদমদীঘি টিআর মার্কেটে সংবাদপত্র প্রতিনিধি কার্যালয়ে তার পক্ষে সংবাদ সম্মেলন পাঠ করেন, তারা বিবির ভাগিনী সাবরিনা আক্তার। 

সংবাদ সম্মেলনে বলেন, গত ২০২১ সালে ১৬ নভেম্বর সকাল ১০ ঘটিকার সময় আমার মেয়ের শ্বশুড় অর্থাৎ আমার বিয়াই শয়ন ঘরে পড়ে গিয়ে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়েছে মোবাইল ফোনে এমন সংবাদ  পেয়ে ওই দিন  দুপুরে অসুস্থ্য বিয়াইকে দেখতে তার বাড়ী বশিকোড়া খাঁ পাড়া মেয়ে জামাইয়ের বাড়ীতে যাই।  সেখানে গিয়ে জানতে পারি যে আমার বিয়াই আজিম উদ্দীনকে চিকিৎসার জন্য আদমদীঘি হাসপাতালে নিয়ে গেছে।  বিয়াই আজিম উদ্দীনকে দেখতে না পেয়ে আমি আমার বাড়ীতে ফিরে আসি। আজিম উদ্দীনকে হত্যার উদ্যেশে মারপিট দেখিয়ে দেলোয়ার হোসেন বাদী হয়ে আদমদীঘি থানায়  আমাকে ১ নং আসামী করে ঘটনার দুই দিন পর গত ১৮ নভেম্বরে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। অসুস্থ্য আজিম উদ্দীন চিকিৎসাধীন অবস্থায় গত ২০২১ সালের ২ ডিসেম্বর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে মারাযায়। এঘটনায়  ময়না তদন্তের প্রেক্ষিতে হত্যা মামলা দায়ের হয়। উক্ত ঘটনার সাথে আমি কোন প্রকার জড়িত বা ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। মামলার তদন্তকারী অফিসার তদন্ত করে আমার বিরুদ্ধে মিথ্যা রির্পোট আদালতে প্রেরন করেন। ন্যায় বিচারের স্বার্থে পূর্ণ তদন্ত করার জন্য উদ্ধর্তন পুলিশ কর্মকর্তার কাছে আকুল আবেদন করছি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে।