আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আহত- ১৪  

প্রকাশ : 2022-10-15 09:39:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আহত- ১৪   

বগুড়ার আদমদীঘিতে ব্যাটারীচালিত অটোরিক্সা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন আহত হয়েছে। গুরুতর আহত চারজনকে বগুড়া ও রাজশাহীতে পাঠানো হয়েছে। আহত অন্যান্যরা আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাত পৌনে সাত’টার দিকে আদমদীঘি ফায়ার ষ্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ার মহাস্থানগড় থেকে একটি পিকআপ কয়েকজন যাত্রী নিয়ে নওগাঁ অভিমুখে আসার সময় আদমদীঘি উপজেলা সদরের ফায়ার সার্ভিসের সামনে নশরৎপুরগামী একটি ব্যাটারীচালিত অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে প্রায় ১৪ জন আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে চারজনকে আশাংকাজনক অবস্থায় নওগাঁ ও বগুড়ার পাঠানো হয়েছে। এরা হলেন, আদমদীঘি উপজেলা সদরের তেঁতুলিয়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে অটো চালক রুবেল হোসেন [২৪], পিকআপ ভ্যানের চালক বাবু হোসেন [৪০],অটোরিক্সা যাত্রী শাহানাজ বেগম ও আরজু বেগম। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, অটোরি·ার চালক রুবেল হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর তিনজনকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই চারজনের অবস্থা আশাংকাজনক।