আদমদীঘিতে স্বর্ণের দোকানে দুর্র্ধর্ষ চুরি

প্রকাশ : 2022-10-08 20:02:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে স্বর্ণের দোকানে দুর্র্ধর্ষ চুরি

বগুড়ার আদমদীঘিতে স্বর্ণের দোকানে দুর্র্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলা সদরের থানা রোড জসিম প্লাজায় অবস্থিত সেবা এন্ড অন্তরা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানের পাশ্ববর্তী দোকান ঢাকা টেইলার্সের উত্তর সার্টার ভেঙ্গে দোকান ঘরে ঢুকে দেয়ালের সিঁধ কেটে দুর্র্ধর্ষ এ চুরির ঘটনাটি সংঘটিত হয়। 

দোকান মালিক নুর ইসলাম কাজল বলেন, উপজেলা সদরের জসিম প্লাজার নিচ তলার দুই নম্বর দোকান ভাড়া নিয়ে আমি দীর্ঘ দিন ধরে স্বর্ণের ব্যবসা করে আসছি। গত শুক্রবার রাত ১০টার দিকে আমার দোকানের কর্মচারীরা দোকান বন্ধ করে বাসায় চলে যায়। শনিবার সকাল সাড়ে ৯টায় আমি জানতে পারি আমার দোকানের চুরি হওয়ার ঘটনা। পার্শ্ববর্তী দোকানের সার্টারের তালা খুলে ঢুকে দেয়ালে সিঁধ কেটে চুরি করেছে। দোকান মালিকের দাবি, স্বর্ণের দোকানে ঢুকে সিসি টিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে লকার ভেঙ্গে ৭০ ভরি স্বর্ণ, ১৫ ভরি রুপা, ২৫ ভরি চান্দি ও নগদ ৫০ হাজার টাকা সহ মোট ৭০ থেকে ৮০ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

পার্শ্ববর্তী ঢাকা টেইলার্সের স্বত্ত্বাধিকারী ফারুক হোসেন বলেন, আমি সকাল আনুমানিক ৯ টার সময় এসে দোকান খুলে দেখি আমার দোকানের পশ্চিম দেয়ালে কাটা। তখন আমি পার্শ্ববর্তী দোকানদারদের ডেকে দেখায় এবং ঘটনার কথা সাথে সাথে স্বর্ণের দোকানের মালিক নুর ইসলাম কাজল ভাইকে জানায়।  

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা চুরি যাওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে আমি বাজার কমিটির সাথে আলাপ-আলোচনা করেছি। তাদেরকে বলে দিয়েছি বাজারে পাহারার ব্যবস্থা জোরদার করতে। এছাড়া চুরি বিষয়ে আমরা তদন্ত করছি। চোর শনাক্তে কাজ চলছে। তবে এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়।