আদমদীঘিতে সেচ পাম্পে বিদ্যুৎপৃষ্ঠে ঈমাম নিহত
প্রকাশ : 2022-12-13 18:48:56১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে পুকুর থেকে পানি সেচের সময় সেচ পাম্পে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে কদমা বাজার ওয়াক্তিয়া মসজিদের ঈমাম ইলিয়াস হোসেন (২৩) মারা গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ১৩ ডিসেম্বর বেলা ১১ ঘটিকার সময় উপজেলার কদমা গ্রামে।
জাহের আলী জানায়, উপজেলার কদমা গ্রামের জাহের আলীর পুত্র ও কদমা বাজার ওয়াক্তিয়া মসজিদের ঈমাম ইলিয়াস হোসেন মঙ্গলবার সকালে তার নিজ্স্ব পুকুরের পানি সেচের জন্য সাব-মারসিবল পানির পাম্প দিয়ে পানি সেচ করার সময় বিদ্যুৎ পৃষ্ঠে ইলিয়াস হোসেন আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সান্তাহার চিকিৎসকের নিকট নিলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আদমদিঘী থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
আদমদীঘি থানার উপ পরিদর্শক (এসআই) কাওসার বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ পৃষ্ঠে ইলিয়াস মারাগেছে। পরিবারের পক্ষ থেকে কোন রকম বাদী না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়।