আদমদীঘিতে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ : 2022-09-12 19:09:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি কমিটির সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে বেলা আড়াই টায় উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম মন্টু, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আব্দুল সালাম, আব্দুল হক আবু, গোলাম মোস্তফা, নাহিদ সুলতানা তৃপ্তি, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খন্দকার, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ডু দুলাল, ঈমাম মাওঃ রফিকুল ইসলাম প্রমূখ। সভায় আসন্ন শারদীয় দুর্গাপুজা নির্বিঘেœ সম্পন্ন করা সহ সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।