আদমদীঘিতে সওজে’র উচ্ছেদ অভিযান প্রায় তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ

প্রকাশ : 2021-06-10 22:06:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে সওজে’র উচ্ছেদ অভিযান প্রায় তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ

বগুড়া সড়ক ও জনপথ বিভাগ (সওজ)  বিভাগ বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলার মুরুইল বাজার ও আদমদীঘি সদরের প্রায় তিন শতাধিক বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় । এই উচ্ছেদ অভিযানে চারটি বুলডোজার ব্যবহার করা হয় । মোতায়েন করা হয় বিপূল পরিমান পুলিশ বাহিনীর সদস্য । অভিযান পরিচালনা করেন বগুড়া সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাফিউল ইসলাম ।  

উচ্ছেদ অভিযানে সহয়তা করার জন্য গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে সওজের পক্ষ থেকে মাইকে প্রচারনা চালানো হয় । অভিযানে পাকা স্থাপনার পাশাপশি উপজেলা সদরের হাট এলাকায় অস্থায়ী ছোটখাট স্থাপনাও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় । মুরুইল বাজার এলাকার কয়েকজন দোকানী বলেন,উচ্ছেদের সময় তাঁদের দোকানে থাকা মালামাল তাঁরা সরাতে পারেন নি । কর্তৃপক্ষের কাছে কিছু সময়ের আবেদন করা হলেও তাঁদের কোন সময় না দিয়ে ফ্রিজ,আসবাবপত্র,টাকাপয়সা,বিভিন্ন পণ্যসহ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেযা হয় । এতে করে দরিদ্র ব্যবসায়িদের লাখ লাখ টাকার ক্ষতি হয় । এদিকে আদমদীঘি উপজেলা সদরের হাটখোলা এলাকায় থাকা ইউনিয়ন আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় দলের পক্ষ থেকে সরিয়ে নেয়া হয় । মুঠোফোনে বগুড়া সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাফিউল ইসলাম বলেন, বার বার উচ্ছেদ করার পরও সড়কের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ অব্যহত থাকায় এই অভিযান চালানো হয় । অভিযানের আগে এলাকায় মাইকিং করে সকলকে সতর্ক করা হয়েছে ।