আদমদীঘিতে শিয়ালের কামড়ে শিশুসহ আহত-৪

প্রকাশ : 2021-11-01 19:00:48১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে শিয়ালের কামড়ে শিশুসহ আহত-৪

বগুড়ার আদমদীঘি উপজেলার বড় আখিড়া গ্রামে শিয়ালের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ ৪ জন আহত হয়েছে। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সময় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড় আখিড়া গ্রামে ফতুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বড় আখিড়া গ্রামের ভোলা মিয়ার ছেলে  নয়ন হোসেন (১৫), একই এলাকার সবুজের ছেলে অনিক রহমান (১৭), শহিদুলের স্ত্রী শাহানাজ পারভিন (২৩) ও তার শিশু পুত্র জিম হোসেন (৬)।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সময় আহতদের বাড়ির আশেপাশে ও গ্রামের ক্লাব ঘরের সামনে শিয়ালের মতো দেখতে একটি প্রাণী গ্রামে প্রবেশ করে হঠাৎ করে নারী, পুরুষ ও শিশুর উপর হামলা করে। তাদের চিৎকারের স্থানীয় এলাকার লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাঁসপাতালে ভর্তি করে। ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবুর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি শিয়াল বা অন্য কোন বণ্য প্রাণী ৪জন কে কামড়ের বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের কে নওগাঁ সদর হাঁসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে। আদমদীঘি উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা কামরুন নাহার বলেন, এ বিষয়টি আমি শুনেছি শিয়ালের মতো দেখতে একটি প্রাণী তাদের হামলা করেছে। এই বিষয়ে তদন্ত করে সঠিক তথ্য জানানো যাবে।