আদমদীঘিতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2023-09-09 17:28:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
“বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন, সবার জন্য শিক্ষা নিশ্চিত করণ” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলার শিক্ষার মানোন্নয়ন বিষয়ে সর্বস্তরের শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় আদমদীঘি উপজেলা পরিষদের আয়োজনে রহিম উদ্দীন ডিগ্রী কলেজ মাঠে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের সকল শিক্ষকদের সাথে শিক্ষার মনোন্নয়ন বিষয়ে এক মত বিনিময় সভা সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ ছাইফুল ইসলাম জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মশিউল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, জেলা আ’লীগ সদস্য আশরাফুল ইসলাম মুন্টু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমান, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ গোলাম মোস্তফা, অধ্যক্ষ মশিউর রহমান, অধ্যক্ষ আব্দুস সালাম, উপজেলা কলেজ শিক্ষক সমিতির আহবায়ক অধ্যাপক রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সচিব সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, মাদ্রাসা সুপার রহমতুল্ল্যাহ, সহকারি সুপার বেলাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ফিরোজ আহম্মেদ, প্রধান শিক্ষক নুর জাহান বেগম, প্রধান শিক্ষক শাহজাহান আলী প্রমুখ।