আদমদীঘিতে শিক্ষক হত্যা মামলার আসামী দেড় মাসেও গ্রেফতার হয়নি !

প্রকাশ : 2022-05-17 19:40:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে শিক্ষক হত্যা মামলার আসামী দেড় মাসেও গ্রেফতার হয়নি !

বগুড়ার আদমদীঘিতে জমিজমা সংক্রান্ত জের ধরে ছুরি দিয়ে কুপিয়ে আবুল কালাম আজাদ নামের এক শিক্ষককে হত্যার দেড় মাস অতিবাহিত হলেও মামলার প্রধান আসামী আনোয়ার হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার তদন্তকারী অফিসার এসআই হযরত আলী বলেন, প্রধান আসামী আনোয়ার হোসেন সাদ্দাম পলাতক থাকায় গ্রেফতর করা সম্ভব হয়নি। তবে তাকে  গ্রেফতারের চেষ্টা চলছে। 

উল্লেখ্য, আদমদীঘির উথরাইল গ্রামের শাহাদত হোসেনের ছেলে ও উপজেলার সান্তাহার পৌর উচ্চ বালিকা  বিদ্যালয়ের  শি¶ক আবুল কালাম আজাদ (৪৫) এর সাথে তার আপন ভাগীনা আনোয়ার হোসেন সাদ্দামের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে স্থানীয় ব্যাক্তিবর্গ নিয়ে উভয় পক্ষের সমঝোতার জন্য গত ১ এপ্রিল বেলা ১১ টার সময়  শালিশ বসার দিন ধার্য হয়। মিমাংসা না হওয়ায় সকল লোকজন চলে গেলে ভাগীনা আনোয়ার হোসেন সাদ্দাম ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে শিক্ষক আবুল কালাম আজাদের উপর হামলা চালিয়ে নিশংস ভাবে হাত পা সহ শরীর বিভিন্ন অংশে এলোপাতারী ভাবে কুপিয়ে জখম করে।  

স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে অবস্থা অবনতি দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ এপ্রিল দিবাগত রাতে মারা যায়।  এঘটনায় শিক্ষকের ভাই আব্দুস সালাম বাদী হয়ে আনোয়ার হোসেন সাদ্দাম সহ ৭ জন কে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।