আদমদীঘিতে শালিস বৈঠকে যাওয়ার পথে ছুরিকাঘাতের ঘটনায় মামলা
প্রকাশ : 2021-07-03 20:06:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে বোনকে যৌতুকের দাবীতে নির্যাতনের ঘটনায় ইউনিয়ন পরিষদে দুই ভাই বোন শালিস বৈঠকে যাওয়ার পথে পরিষদ ভবনের সামনে ভাই মিজানকে মারপিট করে হত্যার উদ্যোশে ছুরিকাঘাত করার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে থানায় শক্রবার রাতে মামলা দায়ের হয়েছে।
মামলাসুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার বড় আখড়িা গ্রামের হবিবর রহমানের কন্যা হাসনা বানুর সাথে একই উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পাহালোয়ানপাড়া গ্রামের মোসলিম উদ্দীনের ছেলে বেলাল হোসেনের সাথে ইসলামী শরীয়ত মোতাবেক ৩বছর পূর্বে বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের ২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বেলাল হোসেন তার স্ত্রী হাসনা বানুর নিকট যৌতুক দাবী করে নির্যাতন করে আসছিল। সম্প্রতি নির্যাতনের এক পর্যায়ে হাসনা বানুর হাত ভেঙ্গে তার বাবার বাড়ীতে পাঠিয়ে দেয়। এঘটনায় হাছনা বানু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে ওই ঘটনাটি আপোষ মিমাংসা করার জন্য স্থানীয় ছাতিয়ানগ্রাম ইউপি কার্যালয়ে গত ৩০জুন বেলা ১১টায় শালিস বৈঠকের দিন ধার্য করা হয়। ওই বৈঠকে নির্যাতিত হাসনা বানু ও তার ভাই মিজান যাওয়ার পথে ইউপি ভবনের সামনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুলাভাই বেলাল হোসেন শ্যালক মিজানকে মারপিটের এক পর্যায়ে ছুরিকাঘাত করে জখম করে। পরে স্থানীয়রা আহত মিজানকে হাসপাতালে ভর্তি করায়। এঘটনায় নির্যাতিত হাসনা বানু ও আহত মিজানের মা মোছাঃ বেগম বাদী হয়ে জামাই বেলাল হোসেন,বিয়াই মোসলিম,বিয়ান বেদেনা বেগম সহ ১৩ জনের বিরুদ্ধে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেন। আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।