আদমদীঘিতে ল্যাপটপ চুরির অভিযোগে নৈশ্যপ্রহরি বরখাস্ত

প্রকাশ : 2023-10-07 18:23:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ল্যাপটপ চুরির অভিযোগে নৈশ্যপ্রহরি বরখাস্ত

আদমদীঘির কৈকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি ল্যাপটপ. মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে ওই বিদ্যালয়ের নৈশ্যপ্রহরি কাম দপ্তরি শামিম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিদ্যালয় পরিচালনা কমিটির এক সভায় নৈশ্যপ্রহরি কাম দপ্তরি শামিম হোসেনের বিরুদ্ধে চুরির অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খানে আলম খান নিশ্চিত করেন। 

জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কৈকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি শেষে কক্ষ বন্ধ করে শিক্ষকরা বাড়ি যান। ছুটি শেষে দুইদিন পর রোববার বিদ্যালয়ে খোলার পর প্রধান শিক্ষক খানে আলম খান বিদ্যালয়ে এসে দেখেন অফিস কক্ষের জানালার হ্যাজবল খোলা এবং কম্পিউটারের টেবিলের ড্রয়ারের তালা ভাঙ্গা। এরপর তিনি দেখেন টেবিলের ড্রয়ারে রাখা সরকারী এইচপি-৪৫০ মডেলের একটি ল্যাপটপটি, মোবাইল ফোন ও কিছু টাকা নেই চুরি যায়। ল্যাপটপে বিদ্যালয়ের গুরুত্বপুর্ন তথ্য সংরক্ষন করা ছিল। ওই শিক্ষা প্রতিষ্ঠানে শামিম হোসেন নামের একজন সরকারি নিয়োগ দেয়া নৈশ্যপ্রহরি কাম দপ্তরি রয়েছে। 

প্রধান শিক্ষক খানে আলম খান জানান. নৈশ্যপ্রহরি কাম দপ্তরি শামিম হোসেন গত শুক্রবার (২২ সেপ্টেম্বর)  রাতে ল্যাপটপটি নিজেই চুরি করেছে এমন দায় স্বীকার করে একটি লিখিত অঙ্গীকারনামা দেন। তার অঙ্গীকারনামাসহ ল্যাপটপ চুরির বিষয়ে থানা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। নৈশ্যপ্রহরি কাম দপ্তরির এহেন চুরি ঘটনায় গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বিদ্যালয়ে পরিচালনা কমিটির এক সভা কমিটির সভাপতি বাবর আলী প্রমানিকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় নৈশ্যপ্রহরি কাম দপ্তরি শামিম হোসেনের বিরুদ্ধে সরকারি ল্যাপটপ, মোবাইল ফোন ও কিছু টাকা চুরির অভিযোগে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তার বরখাস্তের রেজুলেশন কপি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট দাখিল করা হবে। 

সভায় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খানে আলম খান, পরিচালনা কমিটির সহ সভাপতি মুকুল উদ্দিন খলিফা, সদস্য মোস্তাফিজুর রহমান, নাসরিন নাহার, শিক্ষক প্রতিনিধি সদস্য শারমিন আক্তারসহ নেতৃবর্গ। নৈশ্যপ্রহরি কাম দপ্তরি শামিম হোসেন মোবাইল ফোনে জানান, ল্যাপটপ চুরির অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে তিনি স্বীকার করেন।