আদমদীঘিতে লাইনচ্যুত ট্রেনের বগি ২৮ দিন পর উদ্ধার

প্রকাশ : 2024-08-16 19:44:54১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে লাইনচ্যুত ট্রেনের বগি ২৮ দিন পর উদ্ধার

আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে মালবাহি ট্রেনের লাইচ্যুত একটি বগি দীর্ঘ ২৮ দিন পর উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সন্ধ্যার পর সান্তাহার জংশন স্টেশনের অদুরে মালগুদাম এলাকা থেকে রিলিফ ট্রেনের মাধ্যমে লাইচ্যুত বগিটি উদ্ধার করার পর ওই রেললাইন সচল হয়। গত ১৭ জুলাই দিবাগত রাতে মালবাহি ট্রেনটি সান্টিং করার সময় মালগুদাম এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়ে মাটিতে পড়েছিল। 

সান্তাহার রেলওয়ে উপ সহকারি প্রকৌশলী (ক্যারেজ) সোহেল হোসেন জানান, গত ১৭ জুলাই বুধবার দিবাগত রাতে সান্তাহার জংশন স্টেশনে মালবাহি ট্রেনটি সান্টিং করছিল। এসময় মালগুদাম এলাকায় রেললাইনের শেষ সিমানায় ওই মালবাহি ট্রেনের একটি বগি রেললাইন থেকে লাইনচ্যুত হয়ে পড়ে যায়। পরে পাকশি রেলওয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। কিন্ত কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকায় সময় মতো বগি উদ্ধারের রিলিফ ট্রেন আসতে পারেনি। ফলে বগি লাইনচ্যুত ঘটনার ২৮দিন পর রিলিফ ট্রেন এসে গত বৃহস্পতিবার ১৫ আগষ্ট সন্ধ্যার পর লাইনচ্যুত বগিটি উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে ওই রেললাইন সচল রয়েছে।