আদমদীঘিতে লক ভেঙে মোটরসাইকেল চুরি, আতঙ্কে মোটরসাইকেল মালিকরা

প্রকাশ : 2022-12-03 17:42:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে লক ভেঙে মোটরসাইকেল চুরি, আতঙ্কে মোটরসাইকেল মালিকরা

সাম্প্রতিক সময়ে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মোটরসাইকেল চোরেরা তৎপর হয়ে উঠেছে। উপজেলার সান্তাহার পৌর শহর থেকে গত ১৪ দিনের মধ্যে ২টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের মালিকরা রয়েছে আতঙ্কে।

গত শুক্রবার সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকা থেকে একটি এ্যাপাচি আর টি আর মোটর সাইকেল চুরি হয়। এ ব্যাপারে মোটরসাইকেল মালিক ইফতিয়ার হোসেন আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, ইফতিয়ার হোসেন নামের এক মোটরসাইকেল মালিক গত শুক্রবার সন্ধ্যায় সান্তাহার চা বাগানে তার নানার বাড়িতে আসে। নানার বাড়ির দরজার সামনে মোটরসাইকেল রেখে ঘরে প্রবেশ করে এবং ১০ মিনিট পর বের হয়ে তার মোটারসাইকেল দেখতে পায় না। পরে সি.সি. ক্যামেরার এক দৃশ্যে দেখা যায় ইফতিয়ার মোটরসাইকেল রেখে ঘরের ভিতরে প্রবেশের পর লাল জ্যাকেট, জিন্সের প্যান্ট এবং লাল টুপি পড়া এক যুবক  মটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এর আগে গত ১৯ নভেম্বর সান্তাহার পৌর শহরের রথবাড়ি এলাকায় সন্ধ্যার দিকে একই ভাবে সিয়াম নামের এক মোটরসাইকেল মালিকের বাসার সামনে থেকে এ্যাপাচি আর টি আর মোটরসাইকেল চুরি হয়। কিন্তু সেই মোটরসাইকেল চুরি হওয়ার ১৪ দিন পার হলেও সেই মোটরসাইকেল উদ্ধার করতে পারে নাই পুলিশ। মোটরসাইকেল চুরির ঘটনায় আদমদীঘি থানায় ২টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হঠাৎ করে সান্তাহারে মোটরসাইকেল চোরের তৎপরতা বেড়ে যাওয় আতঙ্কে রয়েছে মোটরসাইকেল মালিকরা।

মোটরসাইকেল চুরির ঘটনায় সান্তাহার পুলিশ ফাঁড়ি পরিদর্শক আব্দুল কাদের জিলানী বলেন, চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও চোরকে গ্রেফতার করা জন্য তৎপরতা চালাচ্ছি।