আদমদীঘিতে র‌্যাবের অভিযান গনেশ মূর্তি উদ্ধার, গ্রেফতার এক

প্রকাশ : 2022-09-03 08:56:56১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে র‌্যাবের অভিযান গনেশ মূর্তি উদ্ধার, গ্রেফতার এক

বগুড়ার আদমদীঘিতে র‌্যাব- ১২ গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে  ২ হাজার ৭৪০ গ্রাম ওজনের একটি গণেশ মূর্তি উদ্ধার সহ তোতা মন্ডল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় মামলা দায়ের হয়েছে। তবে গনেশ মূর্তির কোন মুল্য নির্ধারন করা হয়নি।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার তিলোচ দীঘির পাড় এলাকার ছবির আলীর ছেলে তোতা মন্ডল পাথরের উপর খোদায় করা গনেশ মূর্তি পাশ্ববর্তী দেশ ভারতে পাচারের উদ্যোশে নিজ হেফাজতে রেখেছেন এমন  গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত পৌনে ২ টার সময় র‌্যাব-১২ এর একটি দল তোতা মন্ডলের বসতবাড়ীতে অভিযান চালিয়ে ২ হাজার ৭৪০ গ্রাম ওজনের গনেশ মূর্তি উদ্ধার সহ তোতা মন্ডলকে গ্রেপ্তার করেন। এঘটনায় র‌্যাব- ১২ এর ওযারেন্ট অফিসার জাহেদুল ইসলাম বাদী হয়ে গতকাল শুক্রবার আদমদীঘি থানায় মামলা একটি দায়ের করেন। 

আদমদীঘি থানা ওসি রেজাউল করিম রেজা জানান, এই সংক্রান্ত ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামী তোতা মন্ডলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।