আদমদীঘিতে মিটার চুরির হিড়িক, বিকাশে টাকা দিলেই মিটার ফেরত

প্রকাশ : 2022-02-09 20:15:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে মিটার চুরির হিড়িক, বিকাশে টাকা দিলেই মিটার ফেরত

বগুড়ার আদমদীঘি উপজেলায় আবারও ইরি-বোরো স্কীমে গভীর নলকূপ থেকে বৈদ্যুতিক মিটার চুরির হিড়িক পড়েছে। পরে মিটার চোরদের সাথে মোবাইল ফোনে কথা বলে বিকাশের মাধ্যমে টাকা দিলেই নির্দিষ্ট স্থানে মিটার ফেরৎ পাওয়ার এক চা ল্যকর খবর পাওয়া গেছে। গত সোমবার ও মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রায় ৭টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। এতে করে গভীর নলকূপের মালিকরা আতংকের মধ্যে রয়েছে। তারা অবিলম্বে এই মিটার চোরচক্রের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

জানা যায়, আদমদীঘি উপজেলার বিভিন্ন মাঠে ইরি-বোরো চাষ আবাদে বৈদ্যুতিক গভীর নলকূপের মাধ্যমে পানি সেচ ব্যবস্থা করা হচ্ছে। গত এক সোমবার ও মঙ্গলবার রাতে পল্লী বিদ্যুত সমিতির সংযোগের আওতায় কেশরতা, মুরাদপুর ও পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার পারইল গ্রামের ফসলী মাঠ থেকে প্রায় ৭ টি গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার একটি সংঘবদ্ধ চোরচক্র গভীর রাতে চুরি করে নিয়ে যায়। চোরেরা মিটার চুরির সময় সেখানে একটি চিরকুট লিখে রেখে যায়। চিরকুটে মিটার ফেরৎ চাইলে তাদের দেয়া মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়। গভীর নলকূপের মালিকগণ ওই মোবাইল ফোনে যোগাযোগ করলে চোরেরা একটি বিকাশ নম্বর দিয়ে তাদের দাবীর টাকা প্রদান করতে বলে। উপজেলার কেশরতা গ্রামের চুরি যাওয়ার গভীর নলকূপের মালিক হামিদুল ইসলাম ও মোজাফফর হোসেন এবং মুরাদপুর গ্রামের মেক্সিন জানান, বিকাশে মাধ্যমে ৫ হাজার টাকা দাবী করেছে। এই টাকা দিলে তারা নির্দিষ্ট একটি স্থানে মিটার ফেলে রেখে চলে যাবে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, বিষয়টি সম্পর্কে লিখিত কোন অভিযোগ না পেলেও তা আমি শুনেছি। এব্যাপারে প্রযুক্তির মাধ্যমে মিটার চোরচক্রকে গ্রেফতার তৎপরতা চলছে।