আদমদীঘিতে মাস্ক না পড়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রকাশ : 2021-08-07 20:28:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে মাস্ক না পড়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

করোনাভাইরাস সংক্রমনে স্বাস্থ্যবিধি লক্সঘন করে মাস্ক না পড়ার অপরাধে আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে ৬ জনের ১১শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার সকালে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালতের টিম নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে চলমান লকডাউনে শনিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করার দায়ে ৬টি মামলা বিপরীতে মোট ১১শ টাকা জরিমানা আদায় করেন। এছাড়া সকল নাগরিককে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ও মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়।